বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ
খাগড়াছড়ি পৌর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়ছড়ি পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকায় করোনায় অসহায় হতদরীদ্র ৩১৮টি পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য-শস্য বিতরণ করা হয়েছে। ১ জুলাই বুধবার দুপুরের দিকে ৯টি পৌর ওয়ার্ডে করোনায় কর্মহীন অসহায় ৩১৮ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন খাগড়াছড়ি পৌরসভা।
জানা যায়, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে সারা দেশ যখন বিপর্যস্ত, তখন খাগড়াছড়ির পৌরবাসীর সাহায্যার্থে সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মেয়র রফিকুল আলম। এ পর্যন্ত পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে বিভিন্ন ধাপে ২৫৯১৮ পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ত্রাণ সহায়তা পেয়ে করোনায় গৃহবন্দী কতিপয় অসহায় কর্মহীনরা জানান, দীর্ঘদিন কাজকর্ম বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে নাখেয়ে দিনাতিপাত করছি। এমতাবস্থায় পৌরসভার ত্রান-সহায়তায় আমরা কিছুটা হলেও পরিবারের মুখে আহার তুলে দিতে পারছি। তাছাড়া আমরা অন্য কারো পক্ষ থেকে কোন সহযোগিতা পাইনি।
ত্রান বিতরণ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ি পৌরসভা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশে করোনায় সংকটাবস্থা দূরীভূত না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভার এ ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে।