বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৩য় ও ৪র্থ দফার খাদ্য সহায়তা পেল মাটিরাঙ্গা পৌরবাসী
৩য় ও ৪র্থ দফার খাদ্য সহায়তা পেল মাটিরাঙ্গা পৌরবাসী
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্র্রনালয় ও খাগড়াছড়ি জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ৩য় ও ৪র্থ দফায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা পেল মাটিরাঙ্গা পৌরসভার কর্মহীন ও অসহায়, হতদরিদ্র প্রায় ৬৪০ পরিবার।
আজ বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কর্মহীনদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসহায়তার প্যাকেট।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলার দায়িত্বপ্রাপ্ত পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবদুল জববার,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, প্যানেল মেয়র আলা উদ্দিন লিটন ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রভাবে রোজগার বন্ধ হওয়া অসহায় কর্মহীন মানুষদের সহায়তায় পাশে দাড়িয়েছে সরকার । তিনি করোনাকে মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্বারোপ করে বলেন, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা বিষয়ে সচেতন থাকতে হবে এবং সামাজিক দুরত্ব বজায়ে সকলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।