বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু’র মর্মান্তিক মৃত্যু
রাউজানের প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু’র মর্মান্তিক মৃত্যু
কামরুল ইসলাম বাবু, রাউজান :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০মিঃ) চট্টগ্রামের রাউজান ফকিরহাটের ঐত্যিবাহী প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু দে (৫০) পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রথমে জাল পেতে ও পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল পুকুর থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়৷ শিবু দে রাউজান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের পালিত পাড়ার মৃত কালী পদ দে’র পুত্র৷ জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী শিবু গত বুধবার দিবাগত রাতে দোকান থেকে ফিরে পুকুরে মুখ হাত পরিস্কার করতে পুকুরে যায়৷ এসময় সকলের অগোচরে পা পিছলে তিনি পুকুরের পানিতে পড়ে আর উঠতে পারেনি৷ ঐদিন রাতে পরিবারের সদস্যরা কর্তা ঘরে না আসায় মোবাইল ফোনে ও বিভিন্ন স্থানে খোঁজতে থাকে৷ তার কোন হদিস না পেয়ে পরিবারের সবাই অপেক্ষায় রাত কাটায়৷ অবশেষে সকালে বাড়ির পুকুরে শিবুর ভাসমান জুতা দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়, পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে৷ সকাল ৮টার দিকে জেলেদের খবর দিয়ে জাল ফেলা হয় পুকুরে৷ সেই খানেও জেলেরা লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়৷ পরে খবর দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে৷ তারা নানামূখি তত্পরতা চালিয়ে ব্যর্থ উদ্ধার অভিযান শেষ করে৷ পরে রাউজান ফায়ার সার্ভিস চট্টগ্রাম শহর থেকে বিশেষ ডুবুরি দল ডাকেন ঘটনা স্থলে৷ তারা সকাল সাড়ে দশটার দিকে বিভিন্ন কৌশল নিয়ে পুকুরে লাশ উদ্ধার অভিযানে নামেন৷ মাত্র পনের মিনিটের মধ্যে প্রসিদ্ধ প্যাঁরা ব্যবসায়ী শিবুর মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়৷ উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্স শংকর প্রসাদ বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসের৷ তারা মাত্র ১৫ মিনিটের তত্পরতায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন৷ স্থানীয় সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন শিবু দে’র রাউজানে বহুল প্রসিদ্ধ প্যাঁরা ঘর নামে ফকির হাট বাজারে একটি মিষ্টির দোকান করতেন৷ এই দোকান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসে লোকজন বিশেষ করে প্যাঁরা, মাখন ও খাঁটি ঘি সংগ্রহ করতেন৷ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি বিগত বিশ বছর ধরে দেশের মধ্যে খুবই প্রসিদ্ধ হয়ে উঠে৷ তিনি আরো জানান, গাভীর খাঁটি দুধ থেকে মাখন তৈরী করে প্যাঁরা তৈরী করতে সততার সাথে৷ তাই শিবুর বানানো প্যাঁরা, মাখন ও ঘি মূখরোচক সুস্বাধু ছিল৷ স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়ী শিবুর এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন৷ তন্বী দে নামের মেয়েটি দশম শ্রেনীতে ও ছেলে তন্ময় দে পঞ্চম শ্রেনীতে লেখাপড়া করছে৷ লাশ উদ্ধারের পর স্ত্রী রিংকু দে ও স্বজনদের আহাজারীতে ভারি হয়ে আসে বাড়ির পরিবেশ৷ খবর পেয়ে আসতে থাকে শিবুর সহকর্মী ও ব্যবসায়ী মহল৷ তারা জানান, ব্যবসায়ী শিবু অতিরিক্ত মদ্যপান করার কারণে পুকুরে পরে যায়৷ একারনে তার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে শিবু দে’র লাশ পারিবারিক শশ্মানে দাহ করা হয়েছে ৷
শোক প্রকাশ : ব্যবসায়ী শিবু দাশে অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান খেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত প্রমুখ ৷