শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » ৪৭ দিনে সাড়ে ১৫শ’ শতক জমির পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা
৪৭ দিনে সাড়ে ১৫শ’ শতক জমির পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে এক কৃষকের ৫০ শতক জমির ফলন ধরা পেঁপে গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ নিয়ে গত ৪৭ দিনে পাশাপাশি এলাকার এক কিলোমিটার দূরত্বের মধ্যে পৃথক চার কৃষকের সাড়ে ১৫শ’ শতক জমির ফলন্ত পেঁপের গাছ কেটেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হলেও কেউ আটক না হওয়ায় দুর্বৃত্তরা দিনে দিনে নতুন সাহসে কৃষকদের সর্বনাস করতে শাহস পাচ্ছে। আর জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানান এলাকাবাসি।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গৈইছখালী গ্রামে ফের এ ঘটনা ঘটে।
জমির মালিক ওই গ্রামের পারভেজ আহাম্মেদ রাসেল জানান, নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গেইছখালী গ্রামে ৫০ শতক জমির মধ্যে গত ৪ মাস আগে পেঁপে গাছের চারা গুলো লাগানো হয়। বর্তমানে অধিকাংশ গাছে পেঁপের ফলন ধরেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ফলন ধরা সমস্ত পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
পারভেজ আহাম্মেদ রাসেল আরও জানান, ‘পূর্ব শত্রুতার জেরে এমন ফলন ধরা পেঁপে বাগানটি কেটেছে দুর্বৃত্তরা। তিনি বিচার দাবি করে বলেন, এব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।’
প্রসঙ্গত, তার আগে গত ৭ জুন রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গৈইছখালী গ্রামের মৃত পল্লী চিকিৎসক ফিরুজ মিয়ার ছেলে কৃষক সুমন মিয়ার বাড়ির পাশের ২০ শতাংশ জমির সমস্ত পেঁপে গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় কৃষক সুমন মিয়ার।
তারও আগে গত ১৭ জুন রাতে একই ইউনিয়নের গৈইছখালীর পাশেই আধা কিলোমিটার দূরত্বে পূর্ব শিবনগর গ্রামের কৃষক সামায়ুন কবিরের প্রায় ৫০ শতক জমির প্রায় সমস্ত পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এরও আগে গত ১৬ মে রাতে পূর্ব শিবনগর গ্রামের কৃষক রফিকুল ইসলাম (রইছ মিয়া)’র পায় ৩৫ শতক জমির প্রায় সমস্ত পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে কৃষক রফিকুল ইসলাম (রইছ মিয়া)’র প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৬ মে থেকে ২ জুলাই পর্যন্ত এই ৪৭ দিনে এক কিলোমিটার এলাকার মধ্যে পৃথক চার জন কৃষকের প্রায় সাড়ে ১৫শ’ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলায় এসব কৃষকদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পৃথক এসব ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক না করায় জনমনে ক্ষোভের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে বলে ভূক্তভূগী কৃষকরা এবং এলাকাবাসি জানান।
নান্দাইল মডেল থানার ওসি মো. মনসুর আহম্মেদ এ ব্যাপারে বলেন,‘ এসব ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত আছে।’