রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কুতুকছড়ি ইউপিতে ১০ম কিস্তিতে ত্রাণ বিতরণ
কুতুকছড়ি ইউপিতে ১০ম কিস্তিতে ত্রাণ বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির সদর উপজেলার ৪ নং কুতুকছড়ি ইউনিয়নে ১০ম কিস্তিতে আজ ৫ জুলাই রবিবার সকাল ১১ টায় ৮শত ৪ পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করা হয় ।
বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় রাঙামাটির সদর উপজেলার ৪ নং কুতুকছড়ি ইউনিয়নে ৮শত ৪ পরিবারের মাঝে ১০ম কিস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল,৫শত গ্রাম লবন এবং আধা লিটার সোয়াবিন তৈল দেয়া হয়। এসময় আরো ২০ জন শিশুর মাঝেও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে রাঙামাটি সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. ইমদাদ রনি,৪ নং কুতুকছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা ও ৪ নং কুতুকছড়ি ইউপির সচিব মতিলাল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের সময় পরিসংখ্যান কর্মকর্তা মো. ইমদাদ রনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই করোনা মহামারীর কারণে সরকার আপনাদের বিভিন্ন ভাবে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। আপনারা যতটুকু পারেন সতর্কতা অবলম্বন করে চলেফেরা করুন,ঘরে থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন।