মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন রাউজানের মনজুরুল
শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন রাউজানের মনজুরুল
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ২০১৯-২০ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ইমাম গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। এতে অংশগ্রহণ করা ইমাম দের মধ্যে বাছাই পর্ব জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের খলিফার পাড়া গ্রামের মুহাম্মদ নুরুল ইসলাম পুত্র মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম ক্বাদেরী। তিনি উপজেলার কদলপুর হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক ও চট্টগ্রাম বিশ্বরোড বন্দর এলাকার নিমতলা জামে মসজিদের খতিব হিসবে নিয়জিত আছেন।
জানা গেছে, তিনি ইসলামের ইতিহাস নিয়ে সাধার মানুষকে তাঁর বক্তব্য ওয়াজ-মাহফিলে বুঝাইতেন। এবং কি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ইসলামের ধর্মীয় নানা আলোচনা করেন৷
এছাড়া তিনি মসজিদে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ডে প্রতিরোধ মূলক বক্তব্য দেওয়া তিনি এ অর্জন করেন। জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি ‘বিহঙ্গ টিভিকে’ মাওলানা মুহাম্মদ মুহাম্মদ মনজুরুল ইসলাম নিশ্চিত করেন।
শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে রাউজানের সুন্নি জনতার শোক
রাউজান :: বাংলার প্রবীণ আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ সন্মানিত এর চেয়ারম্যান, বিশ্ব বরেণ্য আলমে -দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাইখুল হাদীস,বিশ্ববরেণ্যে মুফতি ,ছাত্ররাজনীতির আদর্শিক রোল মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্টাতা পৃষ্টপোষক, ওস্তাজুল আসাতাজা, হযরাতুল আলহাজ্ব আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী ইন্তেকাল করায় গভির শোক ও সমবেদনা প্রকাশ করেছেন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিণ) শাখা।
এছাড়াও আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেন।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আলকাদেরী, সাধারণ সম্পাদক আল্লামা মুফতি জিল্লুর রহমান হাবীবী, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, রাউজান উপজেলা দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরি, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম রেজবী, যুবসেনা রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি যুবনেতা মাওলানা শওকত হোসাইন রেজভী,সাধারন সম্পাদক যুবনেতা মুহাম্মদ নজরুল ইসলাম ও ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি ছাত্রনেতা রবিউল হোসাইন সুমন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ পৃথক পৃথক ভাবে শোক জানিয়েছেন।
উল্লেখ্য গত ৬ জুলাই সোমবার বিকাল ৫টা নগরির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।