বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা জয়ী সাংবাদিক আরফাত ফিরবেন কাজে
করোনা জয়ী সাংবাদিক আরফাত ফিরবেন কাজে
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: বৈশ্বিক করোনাকালের শুরু থেকে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক মানবজমিনের রাউজান প্রতিনিধি ও অনলাইন স্মাইল টিভির রিপোর্টার সাংবাদিক আরফাত হোসাইন করোনা আক্রান্ত হয়েছিলেন। অবশেষে করোনা মুক্ত হয়েছেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে প্রকাশিত রিপোর্টে তার ফলাফল নেগেটিভ আসে। ২১ দিন নিজ বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি।
এ বিষয়ে সাংবাদিক আরফাত হোসাইন জানান, সৃষ্টিকর্তা মহান আল্লাহর তায়ালার দরবারে শোকরিয়া আদায় করছি। তিনি আমাকে সুস্থ রেখে করোনা পজিটিভ থেকে নেগেটিভ করেছেন। পজিটিভ আসার পর আমি বাসায় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সাইফুল ইসলামের অধীনে চিকিৎসাসেবা গ্রহণ করেছি। মূলত আমার শুকনো কাশি ছাড়া অন্য কোন সমস্যা ছিল না। যেদিন আমার পজিটিভ রিপোর্ট আসে তখন আমার কাশিও মোটামুটি সুস্থ হয়েছে। এরপরও বাসায় আইসোলেটেড করেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা খবরাখবর রেখে দোয়া ও আর্শীবাদ করেছেন।
জানা যায়, গত ১০ জুন শুকনো কাশির জন্যে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে ১৫ তারিখে সাংবাদিক আরফাত হোসাইনের রিপোর্ট পজিটিভ আসে। ২১ দিন বাসায় বিশ্রামে থেকে ৬ জুলাই নমুনা দিলে ৭ জুলাই রিপোর্ট পজিটিভ আসে।