বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
আত্রাইয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে
আজ বুধবার উপজেলার শাহাগোলা ও পাঁচুপুর ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় এসব লিফলেট বিতরণ করেন আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, এসআই প্রদীপ কুমার, মোস্তাফিজুর রহমান, ডিএসবি নূরুল ইসলামসহ থানা
পুলিশ।
আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত্যু রোধ ও সাপে কাটলে করণীয় বিষয়ক সচেনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী ওসি মোসলেম উদ্দিন এবং ওসি তদন্ত মোজাম্মেল হক, এসআই প্রদীপ কুমার, মোস্তাফিজুর রহমান, হাইদার আলী, মনিরুল ইসলাম, ডিএসবি নূরুল ইসলামসহ থানা পুলিশের চৌকস টিম এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপজেলা সদর ,সাহেবগঞ্জ বাজার, আহসানগঞ্জ স্টেশন, আত্রাই নতুন বাজার, বান্দাইখাড়া বাজার, শুটকিগাছা বাজার, ভবানীপুর বাজার, শাহাগোলা স্টেশন বাজার, সুদরানা বাজার, নওদুলি বাজার সহ লোক সমাগম হয় এমন স্থানে স্থায়ী বিলবোর্ড ঝোলানো এবং সর্ব সাধারনের হাতে হাতে প্রচারপত্র দেওয়া হয়।
ওসি মোসলেম উদ্দিন বলেন, বিতরণকৃত লিফলেটে ৫ বছরের বেশি বয়সের শিশুদের অল্প পানিতে সাঁতারে শেখানো ব্যবস্থা, ৭ বছরের শিশুদের অভিভাবকদের তত্বাবধানে রাখা, এপ্রিল থেকে সেপ্টেমবর মাস পর্যন্ত শিশুদের পানিতে ডবার বেশি সম্ভাবনা থাকে। তাই এ সময়ে তাদেরকে চোখে চোখে রাখা এবং সর্প দংশনের রোগিদের প্রাথমিক চিকিৎসা দিতে দ্রুত হাসপাতালে নেয়াসহ বিভিন্ন নির্দেশনা মূলক এ লিফলেট বিতরণ করা হয়।
গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি কুমারী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা পীরপাড়া গ্রামের বিপুল চন্দ্রের মেয়ে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি কুমারী।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।