বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ম্যাজিষ্ট্রেট আসার খবরে বাল্য বিয়ে পণ্ড
উখিয়ায় ম্যাজিষ্ট্রেট আসার খবরে বাল্য বিয়ে পণ্ড
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় ম্যাজিষ্ট্রেট আসার খবরে বাল্য বিয়ে পণ্ড হয়েছে। পালিয়েছে বর।
জানা গেছে আজ বুধবার ৮ জুলাই রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামারিয়ারবিল এলাকার হোসেন আলীর মেয়ে উম্মে হাবিবা জান্নাতকে সৎ মা কর্তৃক ইচ্ছার বিরুদ্ধে মরিচ্যার এক প্রবাসীর সাথে বাল্য বিয়ের দিন ধার্য্য ছিল।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন বলেন, স্কুল পড়ুয়া এক মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দেয়ার খবরে তিনি হাজির হন। এ সময় বরের উপস্থিতি পাওয়া না গেলেও কনের পরিবারকে সতর্ক করা হয়।
তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধ রোধে সামাজিক ভাবে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, একই দিন হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার চলাচলের রাস্তা দখল মুক্ত করা হয়। তুতুরবিলে পাহাড় কেটে ঘর নির্মাণ কাজ বন্ধ এবং কোটবাজারে দীর্ঘদীনের পরিত্যক্ত সরকারি পুকুরটি পরিষ্কার করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়।