শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মারামারির মামলার প্রধান আসামি গ্রেফতার
বিশ্বনাথে মারামারির মামলার প্রধান আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান আসামি সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১০ জুলাই) শুক্রবার সন্ধ্যায় উপজেলার লকিখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নরসিংপুর গ্রামের মোবারক আলীর ছেলে। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মারামারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই নূর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে মারামারি মামলার এজাহার নামীয় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং ৭ (তাং ০৭.০১.২০২০)।
মারামারির মামলার প্রধান আসামিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই নূর হোসেন সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের সাজ্জাদুর রহমান ও আজির উদ্দিন লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছেন। এঘটনায় গত ৭ জানুয়ারী রাতে উপজেলার নরশিংপুর গ্রামের কামরুল ইসলাম বাদি হয়ে সাজ্জাদুর রহমানকে প্রধান আসামি করে আরও ১১জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৭।
বিশ্বনাথে নগদ টাকা-রিয়ালসহ আটক সেই প্রতারকের বিরুদ্ধে পুলিশের মামলা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জনতার হাতে নগদ প্রায় দেড় লাখ টাকা ও তিনশ সৌদি রিয়ালসহ আটক প্রতারক আইয়ুব শেখ (৫০)’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ। শুক্রবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াকান্দা গ্রামের মৃত মুজিব শেখ’র পুত্র আইয়ুবের বিরুদ্ধে থানার এসআই এমরুল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ০৮ (তাং ১০.০৭.২০ইং)।
প্রতারক আইয়ুবের বিরুদ্ধে থানায় পুলিশের মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলে, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল বেলা দোহাল গ্রামের চারিদিকে আইয়ুব শেখ’কে ঘুরতে দেখতে পান এলাকাবাসী। তার ঘুরাফেরা দেখে এলাকাবাসীর মনে সন্দেহ বাসা বাঁধে। সন্দেহের এক পর্যায়ে আইয়ুবকে ঘুরাফেরার কারণ ও কোথায় যাবে জিজ্ঞাসা করা হলে সে মাদ্রাসায় থাকবে বলে জানায়। মাদ্রাসা মসজিদের ইমাম তাকে চিন্তে না পারায় তার দেহ তল্লাসি করেন এলাকাবাসী। আর তল্লাসিকালে আইয়ুবের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৪৭ হাজার ১৬৫ টাকা ও ৩শত সৌদি রিয়াল এবং বেগবর্তী বিস্কুট ও ব্রেড পাওয়া যায়। এরপর পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আইয়ুব শেখ’কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মুজিববর্ষ উপলক্ষ্যে বিশ্বনাথে মন্দিরে মন্দিরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন
বিশ্বনাথ :: মুজিববর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বাদল কুমার দে, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, সংগঠক হরি দাশ বৈষ্ণব, জয়ন্ত চন্দ্র ধর, অ্যাডভোকেট রাজন দে বাবলু, স্বপন দেবনাথ, বিজয় দেব, লিটন দে, বিজয় বৈদ্য, দিপন দে, দিপক দে প্রমুখ।
বিশ্বনাথে শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া পরিচালনা কমিটির অভিষেক সম্পন্ন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারের কাটলীপাড়াস্থ শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে আখড়া প্রাঙ্গনে শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। নব-গঠিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ধর্মশাস্ত্রবিদ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোষ্ণামী।
আখড়া কমিটির সভাপতি অরবিন্দু দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় মালাকারের পরিচালনায় অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি ডাঃ পরেশ চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ প্রদীপ সূত্রধর, সংগঠক মাস্টার শৈলেস চন্দ্র দাশ ভৈরব, পার্থ সারথি দাশ পাপ্পু, বাদল চন্দ, অজিত দাশ, মদন মালাকার, বিজয় চন্দ প্রমুখ।
নব-গঠিত শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি অরবিন্দু দাশ, সহ সভাপতি ডাঃ পরেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সুবিনয় মালাকার, যুগ্ম সম্পাদক মদন মালাকার, কোষাধ্যক্ষ প্রদীপ সূত্রধর, সদস্য যতীন্দ্র মালাকার, শীতেস মালাকার, কটু মালাকার, রাজিব বৈদ্য।
এসময় সুনীল মালাকার, খীতিশ চন্দ্র দাশ, সিতেশ দাশ, অধির দাশ, স্বপন দাশ, সুরঞ্জিত দাশ, পিংকু দাশ, অনিল মালাকার, সবুজ মালাকার, বিশ্বজিৎ মালাকার, স্বদেব মালাকার প্রমুখসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে নিষিদ্ধ বিড়িসহ আটক ১
বিশ্বনাথ :: বিক্রি নিষিদ্ধ ৯০০ পিস ভারতীয় নাসির বিড়িসহ আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আবদুল করিম’র ছেলে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় তার মুুদি দোকান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আফতাব উজ্জামান রিগ্যান বলেন, নিষিদ্ধ বিড়িসহ তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে।