সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে তারা বেগম (২৮) নামে এক গৃহবধূর অপমৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তারা বেগম উপজেলার বিষা ইউনিয়নের ফলউলমা গ্রামের হারেজ এর স্ত্রী।
পুলিশ জানায়, আজ সোমবার সকাল ১০টার দিকে তারা বেগম নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত তারা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আত্রাইয়ে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৬৭২জনকে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯-২০ অর্থ বছরের চেক বিতরণ করা হয়। সরকারী নিয়ম অনুযায়ী গরীব এবং অস্বচ্ছল পরিবার দুটি সন্তান পর্যন্ত এ সুবিধা ভোগের অধিকারী হবে। এবার উপজেলার ৮ ইউনিয়নে ৬৭২ জনকে নয় হাজার ছয়শত করে মোট ৬৪লক্ষ ৫১ হাজার দুইশত টাকার চেক বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, বৈশিক করোনা ভাইরাস পরিস্থিতির কারনে সামাজিক ও শারীরিক দুরত্ব মেনে এবার ভিন্ন আঙ্গিকে চেক বিতরণ করা হচ্ছে। সরকারের এ সুবিধা অব্যাহত থাকবে বলে জানান তিনি।