বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ
আব্দুল্লাহ আল মামুন , খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র পক্ষ থেকে সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। এসয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক আব্দুল জব্বার।
চিকিৎসা সামগ্রী বিতরন কালে অতিথিরা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে আইসিইউ না থাকলেও রোগীদের প্রাথমিক পর্যায়ে সংকট মোকাবিলায় এটা সহযোগিতা স্বল্প পরিসরে হলেও রোগীরা উপকৃত হবে। এর আগে ৩০টি বড় অক্সিজেন সিলিন্ডার, একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং একটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়।