শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » জমি সংক্রান্ত পূর্ব শত্রতার জেরে বিধবাকে রক্তাক্ত জখম
জমি সংক্রান্ত পূর্ব শত্রতার জেরে বিধবাকে রক্তাক্ত জখম
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় পূর্ব শত্রুতার জেরে এক বিধবাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে দিঘীনালা উপজেলার মেরুং ইউপির ভুইয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জহুরা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জহুরা বেগম বাড়ীর পার্শ্বে তার জমিতে মজিবরের ছেলে আলমগীর মাছ ধরার জন্য গর্ত করার সময় বাঁধা দেয়।এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জহুরাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মজিবর, জাফর, সুমন, জালাল, রাজিব, কামাল গং। জহুরা বেগমের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে দীঘিনালা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতিতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। জহুরা বেগমের হাতে, পিঠে ও মাথায় গুরুতর জখম হয়। প্রতিপক্ষ মজিবর বলেন, ‘‘ঘটনার দিন আমার ছেলে আলমগীর আমার শশুড়ের জায়গার উপর ছোট গর্ত করে মাছ ধরছিল। এ সময় জহুরা বেগম বাঁধা প্রদান করে এবং আমাদেরকে গালি গালাজ করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে সামান্য মারধর হয়েছে। পরে শুনলাম জহুরা বেগমের মাথায় আঘাত লেগেছে।
দিঘীনালা থানার ওসি উত্তম দেব বলেন, ‘‘থানায় মামলা নেওয়া হয়নি, বিষয়টি এমন নয়। আহত জহুরা বেগমকে তার আত্মীয় স্বজন প্রথমেই থানায় নিয়ে এসেছিল। তাই আমরা জহুরা বেগমকে প্রথমে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছিলাম। অভিযোগ নিয়ে থানায় আসলে মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী ভুইয়াছড়া এলাকার মুজিবর, জালাল গং জহুরা বেগমকে হত্যার চেষ্টা করে। উক্ত হত্যা চেষ্টার ঘটনায় মামলার রায়ে আসামীদের জেল জরিমানা হয়। তখন থেকেই আসামীরা বিভিন্ন সময় জহুরা বেগমকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।