শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯৪ সে. মি. উপরে গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯৪ সে. মি. উপরে গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
সাইফুল মিলন, গাইবান্ধা :: ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি শনিবার পর্যন্ত এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। করতোয়া নদী তীরবর্তী এলাকা পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় শুকনো খাবার, গবাদি পশুর খাদ্য সংকট, জ্বালানি, পয়ঃনিস্কাশন ও বিশুদ্ধ পানির অভাবে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো চরম দুর্ভোগ পোহাচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত পরিবারগুলো একই কারণে নানা দুর্ভোগ পোহাচ্ছে।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, বন্যা উপদ্রুত এলাকায় ৬১টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯৪ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ৬৮ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুত্রে জানা গেছে, জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২৬টি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১ লাখ ৩১ হাজার ৩২০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্বিতীয় দফায় এ পর্যন্ত ২১০ মেট্রিক টন চাল ও নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা, শিশুখাদ্য চার লাখ টাকার, গোখাদ্য দুই লাখ টাকার ও ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো বিভিন্ন ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।
তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুর গ্রামে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় পাশ্ববর্তী চাচীর বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় পথ রোধ করে যুবক মজনু মিয়া (৩৫)। এ সময় শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে সে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মজনু মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার মা নাছরিন বেগম থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন। তারা অভিযুক্ত মজনু মিয়ার শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে থানার মামলা নেয়া হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মজনু মিয়াকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।