শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । আজ ১৮ জুলাই শনিবার সকালে জেলা ত্রাণ অফিসের আয়োজনে কুষ্টিয়া ষ্টেডিয়ামে ১১৪ জন নারী-পুরুষের মাঝে জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লুৎফুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন । ত্রাণ গ্রহিতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মহামারী করোনার কারণে অনেকেই কাজ হারিয়ে আজ অসহায় হয়ে পড়েছে। সরকার চেষ্টা করছে কোন মানুষ যেন অভুক্ত না থাকে। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত আছি। এটা লজ্জার কোন বিষয় নয় ত্রাণ পাওয়া আপনাদের অধিকার ।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন, সিনিয়র সহ-সভাপতি মশারফ হোসেন হুজুর, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুল হক হবু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনএফ’র আহ্বায়ক ও কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক মোহা: শাহ আলম রেজা, কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন, রুহুল আমীন, মুহাম্মদ রেজাউল হোসেন প্রমুখ। এছাড়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর অনলাইন প্রেসক্লাব,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক শামসুল আলম স্বপন । কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কুষ্টিয়ার জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।