রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবন রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবার দাবীতে মানববন্ধন
সুন্দরবন রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবার দাবীতে মানববন্ধন
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সৌদিতে জি-২০ দেশ সমুহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরদের বিশ্বব্যাপী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তমূলক বৈঠককে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় বিভিন্ন দাবীতে প্লাকার্ড-ব্যানার হাতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
১৮ জুলাই শনিবার মোংলার সুন্দরবন সংলগ্ন চিলা এলাকার পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশ’র আয়োজনে এ মানববন্ধ কর্মসুচি পালিত হয়।
শনিবার মানববন্ধন চলাকালে পরিবেশ কর্মীরা ”সবার জন্য স্বাস্থ্য সেবা”, ”আমার টাকা আমার ভবিষ্যৎ”, ”স্টপ কোল, স্টপ নিউক্লিয়ার”, ”জাস্ট রিকভারি”, ”পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও”, ”জলবায়ুর উষ্ণতা থেকে বাঁচতে চাই”সহ বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড-ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) বাগেরহাট জেলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা গীতা হালদার, নাজমুল হক, মনির হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, মাহারুফ বিল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’র (আইআইএসডি) গবেষণায় বলছে মহামারিকালে জীবাস্ম জ্বালানী এবং অন্যান্য দূষণকারী শিল্পের জন্য ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বক্তারা বলেন জি-২০ দেশের বৈঠকে করোনাকালের প্রণোদনা দেয়ার জন্য ৭৫০ বিলিয়ন ইউরো এবং শত শত কোটি মার্কিন ডলার পাবলিক মানি অনুমোদনের অপেক্ষায় আছে। এসব অর্থ বরাদ্ধ অন্তত একদশক জুড়ে বিশ্ববাসীকে নানা ভাবে প্রভাবিত করবে।
তাই বক্তারা অর্থ বরাদ্দ দেয়ার ক্ষেত্রে গ্রীণ রিকভারি, গ্রীণ জব্স এবং সবার জন্য স্বাস্থসেবা নিশ্চিত করতে জি-২০ সমুহের প্রতি আহ্বান জানান। এছাড়া বক্তারা পশুর নদী এবং সুন্দরবন রক্ষাসহ মানুষ এবং পৃথিবীনামক গ্রহ রক্ষায় ফসিল ফুয়েল ব্যবহারের বন্ধের দাবী জানান।
করোনাকালে সামান্য বিস্কুটে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক
বাগেরহাট :: করোনাকালে সামান্য বিস্কুটে এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থীদের মুখে ফুটিয়েছে হাসির ঝিলিক। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনা কালিন সময়ে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারের সময় উপযোগী নিদের্শনায় প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করছেন আর আর এফ কর্মীরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন শিক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ”দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি” বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম সমূহের মধ্যে অন্যতম। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সহ অপর দুইটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) দীর্ঘদিন ধরে সচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে চলেছে।
সরজমিনে ঘুরে জানা গেছে,বর্তমানে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতবস্থায় স্কুলগামী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব রুহুল আমীন খানের সময় উপযোগী এই নিদের্শনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীনের অনুমতি ক্রমে উপজেলার ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১,২৯৭ জন শিক্ষার্থীর প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ৪০ প্যাকেট করে বিস্কুট পৌঁছে দিচ্ছে আরআরএফ এনজিও বাগেরহাট জেলা মনিটরিং এন্ড রিপোটিং অফিসার উজ্জল কুমার রায়ের নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফিল্ড মনিটর উত্তম হালদার, তুষার কান্তি ঘোষ ও শফিয়ার রহমান।
এবিষয়ে জানতে চাওয়া হলে আরআরএফ এনজিওর বাগেরহাট জেলা সম্ময়কারী তাপস কুমার সাধু বলেন দেশের এই দুর্যোগের সময় এমন একটি মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনায় সহায়ক হবে।
স্কুল বন্ধ থাকলে ও বাড়িতে বসে বিস্কুট পেয়ে এই দারিদ্র পীড়িত এলাকার শিক্ষার্থীদের মুখে যেন মেঘ ভাঙ্গা রোদের হাসির ঝিলিক ফুটেছে। সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাট :: র্যাব-৬ খুলনা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছারী বাড়ি এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, সুতালড়ী শেখপড়া গ্রামের মৃত.আব্দুল রশিদ আকনের ছেলে সিদ্দিকুর রহমান(৫০) ও একই ইউনিয়নের পায়লাতলা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ইমরান হোসেন রনি(২০)।
কাছারী বাড়ি ব্রিজের পশ্চিম পাশে রাসেল টেলিকমের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্র্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে । এ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।