বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা
রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে প্রাণঘাতী করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন।
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই সকালে রামগড় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, শেমাই, নুডুলসসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে কোনো মানুষকে খাদ্য কষ্টে থাকতে হবে না। করোনা পরিস্থিতিতে মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে সেজন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। আজ সিন্দুকছড়ি জোন রামগড়, সিন্দুকছড়ি ও মানিকছড়ি এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর রাহাত আহাম্মেদ, সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মোহাইমিনুল আকিব প্রান্ত সহ পদস্ত সেনা কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।