বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়ীয়ায় অবৈধভাবে টিসিবি’র মালামাল মজুদ রাখায় পণ্যসহ ডিলার আটক
ফুলবাড়ীয়ায় অবৈধভাবে টিসিবি’র মালামাল মজুদ রাখায় পণ্যসহ ডিলার আটক
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবৈধভাবে টিসিবি’র পণ্য মজুদ রাখায় পণ্যসহ অবৈধ মজুদদার এবং এলাকার ডিলার মো. সাইদুল ইসলাম(৫০) কে আটক করেছে র্যাব-১৪। এসময় অবৈধভাবে মজুদকৃত টিসিবি’র ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তৈল উদ্ধার করে জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ তফিকুল আলম প্রেরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজার এলাকায় মেসার্স আজিজ অয়েল মিলস এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবি’র ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তৈলসহ অবৈধ মজুদদার মোঃ সাইদুল ইসলামকে আটক করে। অবৈধ মজুদদার আটককৃত মোঃ সাইদুল ইসলাম ফুলবাড়ীয়া উপজেলার ভালুকজান এলাকার মৃত আঃ আজিজ মন্ডলের ছেলে।
আটককৃত সাইদুল ইসলাম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একজন ডিলার। সে দীর্ঘদিন যাবৎ টিসিবি’র নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবি’র পণ্য চিনি, ডাল ও সয়াবিন তৈল বেশি মুনাফা লাভের প্রত্যাশায় অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে তার দোকানে ও গুদাম ঘরে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে আসছে।
প্রথমে তাকে আটক করার পর উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতার দেখিয়ে আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় মামলা করা হয় বলেও এতে উল্লেখ করা হয়।’