রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উত্সব পালিত
ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উত্সব পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: গাছে গাছে রং বেরং এর ফুল ও কোকিলের মধুর সুর জানান দিচ্ছে বসন্ত এসেছে৷ আর এই বসন্তকে বরন করার জন্য ঝিনাইদহের বিভিন্ন সাংষকৃতিক সংগঠন নানা কর্মসুচি পালন করছে৷
এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে এইড ফাউন্ডেশনের মোহনা সাংষ্কৃতিক একাডেমি শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে৷ র্যালীটি শহরের মডার্ন মোড়ের এইড ফাউন্ডেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে৷ এ সময় তারা বাসন্তী রংয়ের শাড়ি, পাঞ্জাবী ও ফতুয়া পড়ে শিশু, কিশোর, নারী ও পুরুষেরা নেচে গেয়ে মাথায় ফুল নিয়ে আনন্দ করতে থাকে৷ পরে মোহনা সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গনে শিল্পীরা গান পরিবশেন করেন৷ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পিঠা ফাল্গুনীতে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরন নাহার সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মোহনা সাংস্কৃতিক একাডেমির সভাপতি প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক৷ এসময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ,নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, পরিচালক দ্বয় আব্দুর রশীদ ও আশাবুল হক , সকারী পরিচালক চন্দন বসু মুক্ত,ড্রিম প্রকল্পের পিসি শাহাব উদ্দীন আহমেদ, পিসি সুরাইয়া পারভীন শিল্পি,নাসরিন সুলতানা, মোহনা সাংস্কৃতিক একাডেমির ফারুকুল ইসলাম টুটুল, প্রমূখ৷অনুষ্ঠান উপস্থাপনা করেন সনিয়া আক্তার লপতি, সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যাণ্যেও মধ্যে গান পরিবেশন করেন পুলিশ সুপারের সহধর্মীনী মেহের নিগার আক্তার,মমিতা ভৌমিক প্রমূখ৷ এনসিসি ব্যাংকের প্রতিনিধি দল অনুষ্ঠান উপভোগ করেন৷ এ ছাড়াও নূরন নাহার মহিলা কলেজ সহ শহরে বিভিন্ন সংগঠনের ব্যানারে বসনত্ম উত্সব পালন করা হয়৷
এছাড়াও শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিলড্রেন একাডেমি ও পৌর পার্কে অংকুর ন্যাট্য একাডেমী এ পিঠা মেলার আয়োজন করে৷ মেলায় ১৫ টি করে স্টল দেওয়া হয়৷ এ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পিঠা ফাল্গুনী, পাটিসাপটা, পাকান, চিতই, ধুপি, জামাই ভাজন, কুমকুমসহ বিভিন্ন পিঠা স্থান পায়৷
মেলায় বিপুল সংখ্যক শিশু, কিশোর, নারী ও পুরুষের সমাগম ঘটে৷ পরে মেলা প্রাঙ্গনে নাচ, গান ও কবিতা আবৃতির মধ্যে দিয়ে বসন্তকে বরন করে নেওয়া হয়৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন জুলিয়াস ,সার্বিক সহযোগিতা করেন অংকুর নাট্য একাডেমির সাধারন সম্পাদক৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মোসলেম আলী৷ সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, জাহিদুর রহমান তারিক,আশরাফুল আলম,রেজাউল ইসলাম রেজা,জেসমিন আক্তার,আব্দুল মতিন,মীর আব্দুল মান্নান,ইসাহক আলী প্রমুখ৷