বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: মহামারীর করোনার জন্য সারা দেশে চলছে যার যার মতো করে চলা। কে শুনে কার কথা। প্রশাসন, গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন টিভির পর্দায় দেখানো হচ্ছে করোনার করোন অবস্থা। কিন্তু কেউই মানছেনা এসব স্বাস্থ্যবিধির কথা। জীবনের তাগিদে হতে হচ্ছে ঘরের বাহির। বাহির হওয়া লোকের মধ্যে শতকরা ৮০ ভাগ মানুষের মধ্যে মাস্ক নেই। স্বাস্থবিধি না মেনে চলাফেরা করার কারণে ও মাস্ক পরিধান না করায় নবীগঞ্জ শহরের হবিগঞ্জ সড়কের বিভিন্ন স্থানের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পথচারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় ও ৪টি মামলা দেওয়া হয়েছে। আজ ১২ আগষ্ট বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন স্বাস্থ্য বিধি মানায় এসব জরিমানা আদায় করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বাস্থ্য বিধি মেনে চলা সহ সরকার নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবে ভাড়া আদায়ের জন্য সর্তকও করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এবং মানুষ যাতে সরকারের স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডার সহ পুলিশের হাতে আটক-৫
নবীগঞ্জ :: নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল (রহঃ) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ জানায়,গত রবিবার রাতে নগরীর মিরা বাজারস্থ উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়।
পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল গত মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাদি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মদনমোহন কলেজে। বাকি দু’জনের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।