বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় সরকারী ভাতা ভোগীদের অনলাইনভুক্তকরণ ১৬ আগস্ট শুরু
উখিয়ায় সরকারী ভাতা ভোগীদের অনলাইনভুক্তকরণ ১৬ আগস্ট শুরু
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার সরকারী সকল ভাতাভোগীদের ডিজিটাল (G2P) পদ্ধতিতে অনলাইনভুক্ত করণের কার্যক্রম শুরু হচ্ছে ১৬ আগস্ট।
এ লক্ষে ইউনিয়ন পরিষদ গুলোতে নতুন-পুরাতন সকল বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি নিম্নে বর্ণিত সময়সূচী অনুযায়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অনলাইনভুক্ত করা হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাশেল।
তিনি এও বলেছেন, প্রতিটি ইউনিয়নের ডিজিটাল সেন্টার থেকে সাধারণ মানুষকে ব্যাংকিং সেবাসহ সকল ধরণের ভাতার টাকা জিটুপি পদ্ধতিতে প্রদানের জন্য এ
উদ্যোগ গ্রহণ করেছে সরকার ।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে প্রত্যেক ভাতাভোগীর আইডি কার্ড/জন্মসনদের ১টি ফটোকপির নিচে
মোবাইল নম্বর লিখে নিয়ে আসার কথা বলেন। তিনি ভাতা বহি অনলাইন ভুক্তকরন থেকে বিরত থাকলে আগামীতে ভাতাভোগী হিসাবে গণ্য হবে না এবং ভাতার
প্রাপ্তির তালিকা থেকে নাম বাদ যাবে।
আসার সময় যা আনতে হবে:-
★ ভাতা বহি।
★ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ।
★ একটি মোবাইল নাম্বার।
উপজেলাব্যাপী ভাতাবহি অনলাইনভুক্তকরণ সময়সূচী:-
০১ নং ওয়ার্ড- ১৬/০৮/২০২০ ইং- রবিবার।
০২ নং ওয়ার্ড- ১৭/০৮/২০২০ ইং- সোমবার।
০৩ নং ওয়ার্ড- ১৮/০৮/২০২০ ইং- মঙ্গলবার।
০৪ নং ওয়ার্ড- ১৯/০৮/২০২০ ইং- বুধবার।
০৫ নংওয়ার্ড- ২০/০৮/২০২০ ইং- বৃহস্পতিবার।
০৬নং ওয়ার্ড- ২২/০৮/২০২০ ইং- শনিবার।
০৭ নং ওয়ার্ড- ২৩/০৮/২০২০ ইং- রবিবার।
০৮ নং ওয়ার্ড- ২৪/০৮/২০২০ ইং- সোমবার।
০৯ নং ওয়ার্ড- ২৫/০৮/২০২০ ইং- মঙ্গলবার।