শনিবার ● ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেত : আবুল কালাম আজাদ
আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেত : আবুল কালাম আজাদ
কুষ্টিয়া প্রতিনিধি :: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সাবেক এমপি,বীরমুক্তিযোদ্ধা এসএম আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে । এ উপলক্ষে বিকেল ৪টায় থানাপাড়াস্থ কার্যালয়ে ( পায়েল বিউটি পার্লার সংলগ্ন মাঠে ) আলোচনা সভা ,দোয়া মাহফিল ও শতাধিক দু:স্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । অনুষ্ঠানে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট,সাবেক এমপি,বীরমুক্তিযোদ্ধা জনাব এসএম আবুল কালাম আজাদ। তিনি বলেন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে একদল বিপদগামী সেনা কর্মকর্তা। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক দুর এগিয়ে যেত । আমরা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র পক্ষ থেকে জাতির জনকের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে সব রকম সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাবো। তিনি বলেন আমি অত্যন্ত খুশি কুষ্টিয়া জেলা বিএনএফ’র সভাপতি শামসুল আলম স্বপন ও সিনিয়র সহ-সভাতি মোশাররফ হোসেনের নেতৃত্বে করোনাকালে গরীব দু:খী মানুষকে ত্রাণ দিয়ে সহযোহিতা করেছে আজও শতাধিক পরিবারকে ত্রাণ সাহায্য প্রদান করছে । তিনি আগামীতে কুষ্টিয়ায় আসার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন সিনিয়র সহ-সভাপতি মো: মোশারফ হোসেন হুজুর ।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শামসুল আলম স্বপন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যা করে খুনিরা অপুরনীয় ক্ষতি করেছে । তারপরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি বলেন জামাত-বিএনপির শাসনামলে সৈয়দ মাসুদ রুমি সেতু ছাড়া কুষ্টিয়ার কোন উন্নয়ন হয় । কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম এমপি কুষ্টিয়ার মেগা প্রকল্প মেডিকেল কলেজ, হরিপুর শেখ রাসেল সেতু, বাইপাস সড়ক,সুইমিং পুলসহ অনেক প্রতিষ্ঠান তৈরী করেছেন । স্কুল কলেজ মসজিদ,মাদ্রাসা -মন্দিরের অনেক উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন ,কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার তানভীর আরাফাত (বিপিএম-পিপিএম বার ) কুষ্টিয়ার আইন শৃংখলা পরিস্থিত উন্নয়নের পাশাপাশি করোনা কালে অনেক অসহায় মানুষকে ত্রান সামগ্রী প্রদান করেছেন যা প্রশংনীয় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি কুমকুম কবীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুল হক হবু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনএফ’র আহ্বায়ক মোহা: শাহ আলম রেজা, সাংবাদিক রুহুল আমীন, রাজিয়া সুলতানা প্রমুখ।
আলোচনা শেষে শতাধিক দু:স্থ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মো: মোশারফ হোসেন হুজুর ।