রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা
খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৬ আগস্ট দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম।
চলতি অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৮১ কোটি ৭১ লক্ষ ৩৯ হাজার ২৫২ টাকা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার ২৫২ টাকা। বাজেটে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে। খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন ও পরিচালনার পথে ১৭ টি সমস্যা চিহ্নিত করা হয়েছে বলে জানান, মেয়র রফিকুল আলম।