মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলপুরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় সনাক্ত
ফুলপুরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় সনাক্ত
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে একত্রিত হয়ে নিকট আত্মীয়রা মিলে মৃত স্বজনের জানাজার নামাজে যাওয়ার সময় ফুলপুর উপজেলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের চারজনসহ ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। হতাহতরা সবাই নিকট আত্মীয় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও, ভালুকা ও তারাকান্দা উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ৮টার দিকে ফুলপুর উপজেলার ভাষাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মেয়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), ভালুকা উপজেলার শাহজাহানের শিশু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মিলন (৬০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।
এ দূর্ঘটনায় মুমূর্ষু অবস্থায় উদ্ধারকৃত জীবিতরা হলেন, গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজেলার কাইচান গ্রামের মিলনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)। তাদেরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
হতাহতরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে তাদের এক আত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহন করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ময়মনসিংহের ভালুকা থেকে যাত্রী নিয়ে শেরপুরের নালিতাবাড়িতে মৃত স্বজনের জানাজার নামাজে অংশগ্রহন করতে যাওয়ার সময় মাইক্রোবাসটি ফুলপুর উপজেলার ভাষাটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়।এতে এক শিশু, চার নারী ও তিনজন পুরুষ নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া আহত রতন জানান, চালকসহ তাঁরা ১৫ জন ছিলেন। এ অবস্থায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, মাইক্রোবাসটি থেকে জীবিতদের উদ্ধার করে ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ঘটনাস্থল থেকে লিডার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। তবে নিহত সকলের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।’