বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের ঘাতক ওয়াহাব আলী র্যাবের হাতে গ্রেফতার
বিশ্বনাথের ঘাতক ওয়াহাব আলী র্যাবের হাতে গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পেছিখুরমা গ্রামের চাঞ্চল্যকর খুনের মামলার আসামি ওয়াহাব আলীকে (৫৬) গ্রেফতার করেছে র্যাব-৯। ১৮ আগষ্ট মঙ্গলবার রাতে গোয়ইনঘাট থানার হাওলদার পাড়া বাজার থেকে গ্রেফতারের পর রাতেই বিশ্বনাথ থানায় হস্থান্তর করা হয়েছে। বিশ্বনাথ (থানার মামলা নং-১৬/১২২)।আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত , গত ২৩ জুন মঙ্গলবার বিকেলে জমি-জমা নিয়ে সৃষ্ট বিরুধের জের ধরে মনোকুপা গ্রামের মসজিদের মোতাওয়াল্লী হাজি মখলিস আলী (৬০) ও ওয়ারিছ আলী (৫৫) নিহত হন। মখলিছ আলী ঘটনাস্থলেই মারা যান। ওয়ারিস আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। তাদের দু’জনের বাড়ি উপজেলার অলংকারি ইউনিয়নের মনোকুপা গ্রামের। খুনের ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
তবে, নিহত মখলিছুর রহমানের পুত্র আকরাম হোসেন বাদী হয়ে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলকে খুনের হুকুমদাতা হিসাবে আসামী করে ৩১ জনের বিরোদ্ধে দন্ডবিধি আইনের ৩০২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারায় থানায় মামলা দায়ের করেন, (মামলা নং-১৬) তারিখ, ২৪,০৬, ২০২০ইং। এই মামলার ৪নং আসামি ওয়াহাব আলীকে গতকাল রাতে র্যাব গ্রেফতার করে।
বিশ্বনাথে ফেসবুকে মসজিদ নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় কিশোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফেসবুকে চিনের উইঘুর মসজিদ নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করার অভিযোগে শিমুল দাশ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামের স্বপন দাশের ছেলে ও স্থানীয় একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।
জানা গেছে, গতকাল মঙ্গলবার শিমুল দাশ তার প্রিন্স বয় শিমুল নামের আইডি থেকে শ্রীকৃষ্ণ যুব সংঘ নামের ফেসবুক গ্রুপে চিনের উইঘুর মসজিদ নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে। পোস্টটি স্থানীয় মুসলমান ফেসবুক ব্যবহারকারীদের দৃষ্টিগোচর হলে তারা ক্ষুব্ধ উঠেন। মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা বাড়তে থাকলে থানা পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় নিজ বাড়ি থেকে শিমুল দাশকে আটক করা হয়।
স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করেন, এর আগেও সে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তি করেছে। গতকালের তার ব্যঙ্গাত্মক পোস্টটি ডিলেট করে দেয়ার জন্য বলা হলে, সে ডিলেট না করে উল্টো দম্ভোক্তি দেখায়।
শিমুলের পিতা স্বপন দাশ বলেন, তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মূসা বলেন, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।