শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে সেলাই মেশিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ
জুরাছড়িতে সেলাই মেশিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ
রপ্তদীপ চাকমা রকি, জুরাছড়ি প্রতিনিধি :: আজ শনিবার ২২ আগষ্ট জুরাছড়ি উপজেলার বেকার দরিদ্র মহিলাদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন সামাজিকও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়।
সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য চারু বিকাশ চাকমা, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হায় সহ বিভিন্ন দূরদুরান্ত থেকে আসা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান চারুবিকাশ চাকমা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশকুমার চাকমা প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে, বলেন ১৯৯৭ সালে বর্তমান সরকারের সাথে পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পাবর্ত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। সুতরাং পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার চুক্তি বাস্তবায়নে যথেষ্টআন্তরিক এবং দলবল নির্বিশেষে উপজেলা উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, পাবর্ত্য চট্টগ্রামে খেলাধুলার পাশাপাশি নৃত্য, গান, ও নাটকের প্রয়োজন রয়েছে। তাই সাংস্কৃতিক চর্চার প্রয়োজন।
এসময় সভাপতির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অগ্রসর নয়, ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতার কারনে শিক্ষারমান বৃদ্ধিকরা কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং উপজেলায় অনেক সম্ভাবনাময় খেলোয়ার রয়েছে, এসব খেলোয়াররা জাতীয়পর্যায়ে খেলার জন্য যথেষ্ট দখল রয়েছে। ইতিপূর্বে ক্রিকেট এবং ফুটবলের জন্য উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। খেলা ধুলার জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের আগামীতে জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে সহযোগীতার আহবান জানান।
উল্লেখ, প্রদান অতিথি উপজেলার দরিদ্র মহিলাদের ৩০টি শেলাই মেশিন এবং বিভিন্ন বিদ্যালয়ে হারমোনিয়াম ৪ সেট, ৩টি ড্রাম সেট, স্পীকার সেট সহ ফুটবল, ভলিবল, এবং ক্রিকেট সরঞ্জাম ও সুবলং শাখা বন বিহারে বিহার উন্নয়নের জন্য নগদ এক লক্ষ আটাশ হাজার টাকা বিহার পরিচালনা কমিটির সভাপতি ধলকুমার চাকমার হাতে তুলেদেন।