সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খুলে দেওয়া হচ্ছে খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্র
খুলে দেওয়া হচ্ছে খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্র
মো.মাইনউদ্দিন :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন কেন্দ্র গুলো সীমিত পরিসরে আগামী ২৮ আগষ্ট খুলে দেওয়া হচ্ছে। রবিবার ২৩ আগষ্ট খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র সমূহ পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হলো।
পর্যটন স্পটসমূহ হচ্ছে পাবর্ত জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক। এছাড়াও পর্যটনকেন্দ্র সমূহে আগত পর্যটকগণকে সামাজিক দুরত্বের বিষয়টি মেনে চলার জন্য আহবান করেন।