মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী দিনে কাগজের পত্রিকা আর পাওয়া যাবে না, যুগ হবে অনলাইনের: ড. রাবিদ
আগামী দিনে কাগজের পত্রিকা আর পাওয়া যাবে না, যুগ হবে অনলাইনের: ড. রাবিদ
রাউজান প্রতিনিধি :: আগমী ১০ বছরের মধ্যে কাগজের পত্রিকা সীমিত হয়ে আসবে৷ বিশ্বের অনেক দেশে এখন আর কাগজের পত্রিকা নেই৷ তাই কাগজে যারা সাংবাদিকতা করে তাদের এখই সিদ্ধান্ত নিতে হবে, না হয় ১০ বছর পিছিয়ে যাবে৷ অনলাইন সাংবাদিকরাই পারবে হলুদ সাংবাদিকদের ডাসবিনে ফেলে গ্রীণ সাংবাদিকতার পরিবেশ স্মৃষ্টি করতে ৷ ১৫ ফেব্রুয়ারী চট্টগ্রাম নগরীর এশিয়ান এস আর হোটেলে রাউজান উপজেলা অনলাইন প্রেস ক্লাব আবায়ক কমিটির সাথে মতবিনিময়কালে জাতীয় অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ এ কথা বলেন৷ তিনি রাউজান উপজেলা অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের নীতিমালা অনুসরণ করে আহবায়ক কমিটি গঠন করায় গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নির্মল বড়ুয়া মিলনকে ধন্যবাদ জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন৷
এ সময় বাংলাদেশ নিউজ পোর্টাল মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও বনপা’র সিনিয়র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাউজান উপজেলা অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক সাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন মিঞাজি, সদস্য সচিব কামরুল ইসলাম বাবু, যুগ্ম সচিব কে এম জাহেদ, সদস্য আইয়ুব খান, আমীর হামজা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য রাউজান উপজেলা অনলাইন প্রেস ক্লাব একমাত্র অনলাইন সাংবাদিকদের সংগঠন যা কেন্দ্রীয় অনলাইন প্রেস ক্লাবের অনুমতিতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গঠিত ৷ বাংলাদেশের যে কোন অনলাইন পোর্টালের কর্মরত রাউজানের সাংবাদিকরা এ সংগঠনের সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷