বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জের বিবিয়ানা নদী হতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
নবীগঞ্জের বিবিয়ানা নদী হতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, ২৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় অজ্ঞাত ব্যাক্তির লাশটি উল্লেখিত স্থানে বিবিয়ানা নদীতে ভেসে এসে কছুরীপনার মধ্য আটকা পড়ে। ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত), উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন,এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ওসি( তদন্ত) উত্তম কুমার দাশ জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ১৫টি মামলা
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের যানজট নিরসনের স্বার্থে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে ২৭ আগষ্ট ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলায় ইমামবাড়ি বাজারে ব্যাপকভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই ধারে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে ১৫ টি মামলায় ৪০ হাজার ৮ শত টাকা অর্থ দন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকা, ভারী ওজনের প্যাকেট দিয়ে মিষ্টি বিক্রয় ইত্যাদি অপরাধের ও জরিমানা করা হয়।
উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন । আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। তাই সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হল। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীন ভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।