বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের বাঘমারায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংসিং উ মারমার (৩৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ির পাশ্ববর্তী এলাকায় গুলি করে মংসিং উ মারমা (৩৮) নামে এই যুবলীগ নেতাকে হত্যা করে। সে জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এসময় পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়াতে আরও কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওনা দেয়।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তি জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আধিপাত্য বিস্তারের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
স্থানীয়দের দাবী, নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাজনীতির সঙ্গে এক সময় সম্পৃক্ত ছিলো। সাম্প্রতিক সময়ে সে নতুন করে আওয়ামীগের সহযোগী সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গেছেন। তারা ফিরলে প্রকৃত বিষয়টি জানা যাবে বলে তিনি জানান।