বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুই দিনেও উদ্ধার হয়নি আলীকদমে পাহাড় ধ্বসে নিখোঁজ ব্যক্তি
দুই দিনেও উদ্ধার হয়নি আলীকদমে পাহাড় ধ্বসে নিখোঁজ ব্যক্তি
হাসান মাহমুদ, আলীকদম প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে পাহাড় ধ্বসের পর দুই দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি নিখোঁজ রুবেল। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ সমাপ্ত হয়েছে উদ্ধার তৎপরতা। বিষয়টি নিশ্চিত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল বলেন, ঘটনা স্থলে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সাভিসের আলীকদম এবং লামা ইউনিয়ন গিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু ধ্বসের স্থানটিতে পর্যাপ্ত মাটি চাপা পড়ে থাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া চলমান বর্ষা পরিস্থিতিতে ওই স্থানে বেশি সময় থাকাটাও নিরাপদ নয়। যেকোন মুহুর্তে পাহাড় ধ্বসে আরো বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এছাড়াও পর্যাপ্ত লজিষ্টিক পরিবহন করে ঘটনাস্থলে নিয়ে যাওয়াও সম্ভব নয়। সবকিছু বিবেচনা করে সেনা বাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সিদ্ধান্ত উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে। একই তথ্য জানিয়েছেন আলীকদম ফায়ার সার্ভির ষ্টেশনের ষ্টেশন অফিসার আব্দুল কাদের।
গত মঙ্গলবার ১ সেপ্টেম্বর বেলা দেড়টায় আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মঙ্গল ঝিরি এলাকয় শ্রমিকরা বাঁশ কাটতে গেলে পাহাড় ধ্বসে মো. রুবেল (২৩ নামে) এক বাঁশ শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ রুবেল কক্সবাজারের টেকনাফ উপজেলার ঠেংখালী এলাকার বাসিন্দা। একই ঘটনার আহত হয়েছেন আলীকদম উপজেলা ম্হুইলা পাড়া ইচিংমং এর ছেলে হ্লামংচিং মার্মা (২৫)। তাকে অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক ডা. রনি।