বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্যসেবা সামগ্রী ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই ইউএনও
বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্যসেবা সামগ্রী ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই ইউএনও
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: এলজিএসপি-৩/২০১৯-২০২০ আর্থিকসনের বাস্তবায়িত ” কাপ্তাই ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সেবা সামগ্রী প্রদান এবং বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরন প্রকল্পের” উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। মঙ্গলবার ১ সেপ্টেম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এইসময় কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তজমুল আলী, সাবেক সদস্য জয়নাল আবেদিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হানিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৪০০জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য স্যানেটারি সামগ্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ৭০০ গাছের চারা বিতরন করা হয়।