সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাট : নারীসহ আহত-৩
বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাট : নারীসহ আহত-৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ একই পরিবারের ৩সদস্য আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে রবিবার ৬সেপ্টেম্বর রাত ৯টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। আহতরা হলেন, কাজী আবদুল মতিন (৬২), তার স্ত্রী ছাবিয়া বেগম (৫৬) ও ছেলে কলেজ পড়ুয়া মিজানুর রহমান মাহফুজ (২২)।
জানা গেছে, রোববার রাত ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের কাজী আবদুল মতিনের ঘরে প্রবেশ করে তারই ভাগনা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আলী গং। আশরাফ আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওয়ালী গ্রামের আরশ আলীর ছেলে।
ঘরে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে তারই মামা কাজী আবদুল মতিন, মামি ছাবিয়া বেগম ও মামাতো ভাই মিজানুর রহমান মাহফুজের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা আলমিরা ভাংচুর করে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১লাখ ২০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ও কাপড় চোপড় ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছেন। এ ব্যাপারে থানার ওসি তদন্ত রমা প্রসাদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্তা গ্রহণ করা হবে।
বিশ্বনাথে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
বিশ্বনাথ প্রতিনিধি :: দৈনিক কালের কন্ঠ’র বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন’র ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ‘আলিফা স্টেশনারী এন্ড টেলিকমে’ এ ঘটনা ঘটে।
চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে প্রবেশ করে ৫-৬ হাজার টাকা মূল্যের মোবাইল কার্ড ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায়। তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রাখে স্টেশনারী মালামাল।
সাংবাদিক মোহাম্মদ আলী শিপন জানান, রবিবার প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে আসি। পরে আজ ফজরের নামাজ শেষে ওই পথে পায়চারী করতে যাওয়া একজন মুসল্লি ফোন করে জানান যে, আমার প্রতিষ্ঠানে সাটার খোলা ও এলোম্যালো ভাবে মালামাল পড়ে আছে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, চুরি হওয়ার খবর আমরা জেনেছি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবে পুলিশ।