মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » ভাসানচর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে ৪০ রোহিঙ্গা
ভাসানচর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে ৪০ রোহিঙ্গা
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: চল্লিশ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন করে ফিরেছে। পরিদর্শনকালীন সেখানকার পরিবেশ বসবাসের উপযোগী কি না, তা দেখে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উখিয়া বালুখালী টিভি রিলে কেন্দ্র সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে। সেখান থেকে স্ব-স্ব ক্যাম্পে ফিরে রোহিঙ্গাদের ভাসানচর সম্পর্কে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে ছিল উখিয়ার বালুখালী ক্যাম্প-,৯ এর ব্লক আই-টু এর বাসিন্দা নূর আলম, বালুখালী ক্যাম্প-১০ এর ব্লক জি ২২’র নূর মোহাম্মদ, ক্যাম্প ১১ এর হেড মাঝি মো. ওসমান, ব্লকমাঝি দিল মোহাম্মদ ও গোল ফারাজ, ক্যাম্প ১২ ময়নার ঘোনা হেডমাঝি আব্দুর রহিম, ব্লক মাঝি নূর হোসাইন ও নূর জাহান, ক্যাম্প ১৯ বর্মপারা হেডমাঝি মুজি উল্লাহ, ব্লকমাঝি মো. হাবিবুর রহমান,নূর মোস্তফা ও মো: রফিক প্রমুখ।
মঙ্গলবার ট্রানজিট ক্যাম্পে জড়ো হওয়া এসব রোহিঙ্গা নেতারা গণমাধ্যমকে বলেন, ভাসানচরে গরু, ছাগল, মুরগীর খামার, ভাসানচরের চারপাশের বাঁধ ঘুরে দেখে সার্বিক পরিবেশ ভালো লেগেছে। সেখানে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা অবকাঠামোগুলো মজবুত ও সুন্দর। এগুলো আমাদের পছন্দ হয়েছে। আমরা বিষয়টি শিবিরে বসবাসকারি রোহিঙ্গাদের জানানো।
সেনাবাহিনীর মধ্যস্থতায় গত শনিবার উখিয়া-টেকনাফ থেকে ৪০জন রোহিঙ্গা নেতাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এসময় তাদের সঙ্গে ছিলেন নৌবাহিনী, পুলিশসহ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, প্রতিনিধিদলের সকলে উখিয়া-টেকনাফ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, মাঝি ও মসজিদের ইমাম। তারা ভাসানচর আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন। সেখানে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জেনেছেন, এখন তা রোহিঙ্গাদের কাছে সেখানকার পরিবেশ পরিস্থিতির সম্পর্কে তুলে ধরবেন। রোহিঙ্গারা রাজি হলে যে কোন সময় তাদের ভাসানচরে পাঠানো হবে বলে জানিয়েছেন আরআরআরসি।
উল্লেখ্যে ২০১৭ সালের আগস্টের পরে প্রায় ১০ লাখেরর বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে। পরে বাংলাদেশ সরকার সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তাদেরকে ভাসানচরে স্থানান্তরে সিদ্ধান্ত নেয়।