মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পিয়াজ সিণ্ডিকেটের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেবার আহ্বান
পিয়াজ সিণ্ডিকেটের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেবার আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে কোন পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে ভারতের পেয়াজ রপ্তানী নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন কোন সৎ ও বন্ধুপ্রতীম প্রতিবেশী হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। যখন বলা হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক বন্ধুত্বের চরম শিখরে এবং ‘রক্তের সম্পর্কে বাঁধা’ তখন বাংলাদেশে পেয়াজ রপ্তানী বন্ধ করে দেবার ঘোষণা ভারতের অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ যখন ভারতে ইলিশ মাছ রপ্তানীর সুযোগ করে দিয়েছে তখন এই ধরনের ঘোষণা বন্ধুত্বের নিদর্শন নয়। তিনি বলেন, বাংলাদেশে পেয়াজ রপ্তানী নিষিদ্ধ করা বাংলাদেশের উপর ভারতের চাপ সৃষ্টি করার কোন কৌশল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, গত বছরও ভারত বাংলাদেশে আকস্মিকভাবে পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বড় কষ্টের মধ্যে ঠেলে দিয়েছিল। এবারও কোন আভাস-ইঙ্গিত ছাড়া তারা একই কাজ করল, যা সহজে মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আমদানিকারকদের পিয়াজ ভর্তি অনেকগুলো ট্রাক-লরি সীমান্তের ওপারে আটকা আছে। এখানকার আমদানিকারকদের সাথে চুক্তি অনুযায়ী আরো পেয়াজ বাংলাদেশে ঢোকার কথা। তিনি চুক্তিকৃত পেয়াজ রপ্তানীতে বাধা না দেবার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে যে পেয়াজ মজুদ রয়েছে তাতে আগামী পেয়াজ মওসুমের আগে পর্যন্ত বড় কোন সমস্যা হবার কথা নয়। হিসেব করে খরচ করলে বিশাল পরিমান পিয়াজ আমদানী করারও প্রয়োজন হবে না।
তিনি ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপের সুযোগ নিয়ে পিয়াজ সিণ্ডিকেটের যাতে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সাথে তিনি বাংলাদেশের পেয়াজ উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।