বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা
কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২০।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় দলীয় ভিত্তিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এইসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে আয়োজনে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই প্রেস ক্লাবের কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কাপ্তাইে আয়োজিত বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং কেপিএম উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।