রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিকাশে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার পর নাটোরের সেই হ্যাকার গ্রেফতার
বিকাশে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার পর নাটোরের সেই হ্যাকার গ্রেফতার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: মো. লুকমান হোসেন, ভুপতিপুর ঝিনাইদহ এর ছেলে হামিদ মালয়েশিয়াতে স্টুডেন্ট হিসেবে পড়াশুনা করে। জৈনক প্রতারক হামিদের ইমু আইডি হ্যাক করে হামিদের সহপাঠী সহ অন্যান্য আত্মীয় স্বজনকে মিথ্যা বলে বিকাশের মাধ্যমে ৮১,১০০ টাকা হাতিয়ে নেয়। ঘটনার প্রেক্ষিতে জনাব লুকমান হোসেন, আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল, ঝিনাইদহ শরণাপন্ন হন এবং একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা জানার চেষ্টাকালে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানতে পারেন টাকার সর্বশেষ অবস্থান বনলতা সেনের নাটোর জেলার লালপুর থানা এলাকায়। টাকা উদ্ধারের আইনি প্রক্রিয়ার জন্য গত ১৮/০৯/২০২০ তারিখ ঝিনাইদহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজুর পরই মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহ এর নির্দেশে ঝিনাইদহ থানা পুলিশের একটি টিম উক্ত টাকা উদ্ধার ও আসামী গ্রেফতারের উদ্দেশ্যে লালপুরে উপস্থিত হয়ে স্থানীয় থানা পুলিশের সহায়তায় এজাহার নামীয় আসামী মো. ওবায়দুল জামান (২২), পিতা- মুক্তার আলি, সাং নওসারা , থানাঃ লালপুর, নাটোর’কে গ্রেফতার করে। ঝিনাইদহ থানা পুলিশ আটককৃত আসামী সহ থানায় ফিরে আসে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান। ইতিমধ্যে উক্ত আসামি বিজ্ঞ আদালতে ফেীঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।
ঝিনাইদহে করোনায় গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে শনিবার ভোরে মোছাঃ নার্গিস খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নাছির উদ্দীন মন্ডলের স্ত্রী। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ সেপ্টম্বর করোনা উপসর্গ নিয়ে নার্গিস খাতুন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ১৩ সেপ্টম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন শনিবার ভোরে ইন্তেকাল করেন। ঝিনাইদহ জেলার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে নিজ গ্রামে দাফন করা হয়। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত লাশ দাফন কমিটি ৫৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।
হিজড়া হত্যার রহস্য উদঘাটন হয়নি ১০ দিনেও
ঝিনাইদহ :: ঝিনাইদহের আলোচিত কারিশমা হিজড়া হত্যার ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছে স্বজনরা। গত ৯ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান। কারিশমার বড় ভাই নুরুন্নবী বলেন, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরী করায় শহরের টার্মিনাল এলাকার কাজল নামের এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রি জন্য বায়না করে। বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পায়। তিনি আরও অভিযোগ করেন, বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা যায় কারিশমার মৃতদেহ। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে নির্মমভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি তদন্ত স্বাপেক্ষে কারিশমা হত্যার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠ বিচার দাবি করেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল হোসেন বলেন, এটি একটি ক্লুলেস হত্যা। তবে এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। ঘটনার সূত্র ধরে প্রথমেই আলামত জব্দ করেছি। এ বিষয়ে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এঘটনার রহস্য উদঘাটনে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
ছাত্রীর মেধাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদারের বিরুদ্ধে নতুন করে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রদানকৃত ১০ ছাত্রী মেধাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হয়েছে। গত ২৯ জুন পাওয়া লিখিত অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছেন তদন্ত কমিটির সদস্য যশোর শিক্ষা বোর্ডরে উপ-পরিচালক মোঃ এমদাদুল হক ও সহকারী বিদ্যালয় পরিদর্শক এম, এম আনিছুর রহমান। যশোর শিক্ষাবোর্ড সুত্রে বলা হয়েছে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার ২০১৭/১৮ অর্থ বছরে অষ্টম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার, শিমু সুলতানা, তানজিনা রাসেল, ১০ম শ্রেনীর ছাত্রী আখি ইসলাম, ২০১৮/১৯ অর্থ বছরে অষ্টম শ্রেনীর ছাত্রী তানজিনা রাসেল, সুরাইয়া শারমিন ঐশি, ৭ম শ্রেনীর ছাত্রী ফারজানা ইয়াসমিন, সামিরা আক্তার নুপুর, ১০ম শ্রেনীর ছাত্রী সামিয়া খাতুন ও সাদিয়া ইসলামের মেধাবৃত্তির ১৯ হাজার ২৫ টাকা আত্মসাৎ করেন। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্কুল পরিচালনা কমিটি বরাবর গত ১৪ সেপ্টম্বর বিঅ ৬/৬৮৪৩/৭৬৭ নং স্মারকে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদারকে শাস্তি দিতে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার ১০ জন শিক্ষার্থীর টাকা উত্তোলন করে নিজের কাছে রেখেছেন, যা আত্মসাতের সামিল। প্রধান শিক্ষকের এই শাস্তিযোগ্য অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে যশোর শিক্ষা বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে চিঠিতে। অভিযোগ উঠেছে, যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার স্কুল নানা ফান্ডের টাকা তছরুপ করেন। প্রতিবাদ করে অনেক শিক্ষক দুর্ব্যবহারের শিকার হন। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়। প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার সাংবাদিক ও স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপুর্ন পোষ্ট দিয়ে ডিজিটাল আইনে মামলায় ঝুলে স্কুল থেকে সাময়িক বরখাস্ত হন। এ সব বিষয়ে স্বুলের সভাপতি তৈয়েবুর রহমান খান জানান, প্রধান শিক্ষক ছাত্রী বৃত্তির টাকা আত্মসাত করেছেন বলে তদন্তে প্রমানিত হয়েছে। তিনি বলেন, শাস্তিমুলক ব্যবস্থা আর কি নেব ? তিনি তো সাময়িক বরখাস্ত আছেনই। আমি প্রধান শিক্ষককে বলেছি এই টাকা স্কুলের নয়, সারকারী। এটা সরকারী ফান্ডে তাকে আমি ফেরৎ দিতে বলেছি। তিনি বলেন, আমরা যশোর শিক্ষা বোর্ডের এই চিঠির জবাব অচিরেই দেব।
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত
ঝিনাইদহ :: ‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম শুভ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, সাপে কামড়ালে গ্রামীন চিকিৎসা না দিয়ে হাসপাতালে আনতে হবে। হাসপাতালে সর্প দংশনের চিকিৎসা রয়েছে। এছাড়াও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।