সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎ গ্রাহকদের ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
বিদ্যুৎ গ্রাহকদের ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের সমস্ত মামলা প্রত্যাহার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেসকো ডিভিশন-০১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গোরস্থান মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আহমেদুর রহিম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।
৭ দফা দাবিগুলো হচ্ছে করোনা মহামারির এই দুঃসময়ে সেচ পাম্প ও বসতবাড়ির সমস্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের নিয়ে বিল সংশোধনের কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিল সংশোধনের কমিটি গঠন, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সমস্ত বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল এবং সমস্ত সেচ পাম্পের শতভাগ মিটারের আওতায় আনা, সেক্ষেত্রে পূর্বের আবেদনকৃত সকল মিটারের সংযোগ নিশ্চিত করে স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইনের কোন তালবাহানা না করা।
শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও র্যালী
গাইবান্ধা :: ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার ছাত্র সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে স্থানীয় পৌর শহীদ মিনার চত্ত্বরে ছাত্র সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফ, মেসভাড়া-বাড়িভাড়া মওকুফ, বন্যাকবলিত ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ আর্থিক সহযোগিতা প্রদান এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতীত অনলাইন ক্লাস পরিচালনা করা বাতিল ও শিক্ষা ঋণ নয়, ডিভাইস-ডাটা ক্রয়ে অনুদান প্রদান করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ, নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল ও মত প্রকাশের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের চক্রান্ত বন্ধ এবং শিক্ষা দিবসের চেতনায় সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, সেকুলার, একই ধারার শিক্ষানীতির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ারও দাবি জানান।