বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত দুইশতাধিক বাড়িঘর : আহত - ৫
আত্রাইয়ে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত দুইশতাধিক বাড়িঘর : আহত - ৫
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আকস্মিক টর্নেডোর আঘাতে দুই গ্রামের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর ও জগদাশ গ্রামে।
গাছপালা ও দেয়াল চাপা পড়ে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৫জন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিদুঃতের ৫টি খুটি ওপরে যাওয়ায় বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে জগদাশ গ্রামের আহত আলিমদ্দিন ও জালাল হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আকস্মিক ভাবে প্রবল বেগে বাতাসে তাদের ঘরের চাল উড়ে যায়। এবং ঘরের পাশে থাকা গাছের ডাল তাদের শরীরের উপরে চাপা পড়ে। কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বসত ঘরবাড়ি। একই পরিস্থিতির শিকার হয়েছেন গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার রাতে আকস্মিক টর্নেডোর আঘাত হানার ফলে সড়কে গাছপালা পরে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লে আমাদের একটি ইউনিট কাজ করে।
এ ব্যাপারে উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী প্রামানিক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং টর্নেডোর ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম বুধবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, হঠাৎ করেই টর্নেডোর আঘাতে উপজেলার পাঁচুপুর ও জগদাশ গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে- এমন বহু পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থদের শুকনা খাবার দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণেরও সহায়তার আশ্বাস দেন তিনি।
আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা
আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায়এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরআয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়েএডভোকেসী ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেনউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান,আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন।
এছাড়া বক্তব্য দেন মেডিক্যাল অফিসার ডাঃ আরিফ হাসান, উএসপিও খাজা আবু মুসা এহসানুল কিবরিয়িা স্বাস্থ্য পরিদর্শক মির্জা মোঃ আসলাম হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর এমদাদুল হক।
আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপি জাতীয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে২২হাজার ৯শ ৮৮জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ৮টি ইউনিয়নে১৯২টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।