বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫ কোটি ২০লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের শুরু করা হয়েছে।
আজ বুধবার ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির , উপজেলা নির্বাহী অফিসার প্রষূন কুমার চক্রবর্তী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দূর্বার গতিতে উন্নয়ন কার্যক্রম চলছে। আ.লীগ যখন ক্ষমতায় আসে তখনই জনগন কিছু পায় ও উন্নয়ন হয়। তিনি বলেন, বন্যা ও করোনা মোকাবেলা করে সরকার বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছে।
গাইবান্ধায় বিল্ডিং ভাঙ্গার সময় নির্মাণ শ্রমিক ও পথচারীর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধা শহরে চারলেন প্রকল্পের অধিগ্রহনকৃত জায়গা থেকে স্থাপনা অপসারনের সময় কংক্রিটের পিলারে চাপা পড়ে আজাদ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক ও পথচারি আব্দুল ওয়াহেদ নিহত হয়েছেন।
নিহত শ্রমিক আজাদ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা। অপর পথচারী ওয়াহেদের বাড়ি ঠাকুরগাওয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শাহজাহান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং অপসারনের সময় আজ বুধবার দুপুর ১টার দিকে দেয়াল, ছাদ ও কংক্রিটের পিলার ধ্বসে পড়ে। এতে পিলারের নীচে চাপা পড়ে শ্রমিক আজাদ ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় অপর পথচারী ওয়াহেদ গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।