বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউএনডিপির সলিডরিটি প্যাক বিতরণ
কাউখালীতে ইউএনডিপির সলিডরিটি প্যাক বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ ্কারনে ইউএনডিপির ২য় পর্যায়ের গরীব অসহায়দের জন্য ২০০০ টি সলিডরিটি প্যাক বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বিতরণ করা করা হয়।
উপজেলার চার ইউনিয়নের মধ্যে গরীব অসহায়দের মধ্যে সলিডরিটি প্যাক বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা, ইউএনডিপি জেলা ব্যাবস্থাপক ঐশ্বর্য চাকমা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলেটর ধীমান ত্রিপুরা, কাউখালী উপজেলা সমম্বয়কারী মিঠুন মারমা, উপজেলা এ্যডুকেশন ফ্যাসিলেটর রেনুকা চাকমা, ইউএনও অফিসের প্রতিনিধি মো. মামুন আল হাসান প্রমুখ।
সলিডরিটি প্যক বিতরন কালে ইউএনডিপির জেলা ব্যাবস্থাপক ঐশ্বর্য চাকমা বলেন, সারা পৃথিবীর ন্যায় আমাদের দেশেও করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে মানুষজন অনেক ক্ষতির সম্মুক্যীন হয়েছে আমরা ইউএনডিপির পক্ষ হতে কাউখালী উপজেলায় গরীব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি মাত্র।
উল্লেখ্য যে, করোনা কোভিড-১৯ এর কারনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প এসআইডি-সিএইচটি-ইউএনডিপি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়নের গরীব অসহায় পরিবারের মাঝে ১ম পর্যায় গত ২৩ জুলাই ২০০০ টি সলিডরিটি প্যাক বিতরণ করেন। ২য় পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আরো ২০০০ হাজার অতিরিক্ত সলিডরিটি প্যাক ২৪ সেপ্টেম্বর ২য় পর্যায়ে উপজেলার ৪ টি ইউনিয়নে ২০০০ গরীব অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।