শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিযোদ্ধা পবন তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মুক্তিযোদ্ধা পবন তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাউজান (উত্তর) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীল গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবু পবন তালুকদারের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও জেলা সিনিয়র ডেপুটি কমান্ডার ডা. বাদল বরণ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মিলন বড়ুয়া, ফাল্গুনি তালুকদার, টিপু বড়ুয়া, সাংবাদিক নয়ন বড়ুয়া ও শাহাদাত ইসলাম প্রমুখ।
বক্তারা দেশের শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা পবন তালুকদারের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসী ও এলাকার শান্তি বিনষ্টকারী অভয় কুমার বড়ুয়া (রানা) গংদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর তারিখে বীর মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদার (৬৮) এর ওপর রাউজান উপজেলার আবুরখীল গ্রামের কিছু দুষ্কুতকারী অতর্কিত হামলা করে মারাত্মক আহত করেন।