শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় অবৈধ এলপি গ্যাস পাম্প, ২ মালিককে ৩০ হাজার জরিমানা
মাটিরাঙ্গায় অবৈধ এলপি গ্যাস পাম্প, ২ মালিককে ৩০ হাজার জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে এলপি গ্যাস পাম্প থেকে গ্যাস সরবরাহের দায়ে
২টি মামলায় ২ এলপি গ্যাস পাম্প মালিককে ৩০হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে গ্যাস বিক্রয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে মোবাইল কোর্ট।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি মাটিরাঙ্গা চৌধুরীঘাট ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাইল্যাছড়ি এলাকায় অনুমোদনবিহীন এলপি গ্যাস পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পেট্রোলিয়াম আইন ২০১৬ মোতাবেক অননুমোদিতভাবে সিলিন্ডার গ্যাস থেকে গ্যাস বিক্রয়ের অপরাধে ২টি মামলায় চৌধুরীঘাট এলপি গ্যাস পাম্পের মালিক আসাদুজ্জামান বকুল ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাইল্যাছড়ি এলাকায় এলপি গ্যাস পাম্পের মালিক খায়রুজ্জামান বিটুকে ৩০হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে গ্যাস বিক্রয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান।
মাটিরাঙ্গা সদরের আশপাশের দু’টি অবৈধ এলপি গ্যাস পাম্প প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও, জেলার অন্যান্য এলাকায় আরো কয়েকটি এলপি গ্যাস পাম্প তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, উপজেলায় অবৈধভাবে এলপি গ্যাস সরবরাহ চলতে থাকলে, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, অবৈধ এলপি গ্যাস পাম্পের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।