শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মাটিরাঙ্গা বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে৷ ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রং বেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মজিদ আলী বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা মানুষের মনোজগতকে জাগ্রত রাখে৷ ক্রিকেট বর্তমান বিশ্বে জনপ্রিয় একটি খেলা৷ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে বিশ্বের দরবারে বাংলাদেশকে ক্রিকেট-ই নতুন এক মর্যাদার আসন দিয়েছে৷ সর্বপোরি ক্রিকেটকে এগিয়ে নিতে এ টুর্নামেন্ট ভুমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷
বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) ও টুর্নামেন্টর আয়োজক কমিটির আহবায়ক ইমরুল কায়েস৷ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ শামছুল হক৷
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমাসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবসমুহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
টুনার্মেন্টে মাটিরাঙ্গা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী মানিকছড়ি ও গুইমারা উপজেলার সর্বমোট ২০টি ক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুনার্মেন্টে অংশগ্রহণ করছে৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গার বন্ধু জুনিয়র এর সাথে এফসি কিং খেলায় অংশ গ্রহণ করে৷