মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত
আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে আলীকদম ফায়ার সার্ভিস ইউনিট অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করে। পরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মোঃ আলমগীর এর সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এবং এর বাইরের এলাকায় দুর্যোগের ধরণ এক নয়। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হওয়ার পেছনে মানুষই বেশি দায়ী। পরিবেশের সাথে বৈরী আচরণের কারণে পাহাড়ি এলাকায় দুর্যোগগুলো ভয়াবহ আকার ধারণ করে। তার মধ্যে অন্যতম হল পাহাড় কাটা, পাথর উত্তোলন এবং বৃক্ষ নিধন। এসব কারণে পাহাড় ধস, নদী ভরাট হয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ইত্যাদি সৃষ্টি হয়। এছাড়া সাইক্লোন বা ঘুর্ণিঝড় সৃষ্টির পেছনের অন্যতম কারণগুলোর মধ্যেও প্রকৃতির সাথে বৈরী আচরণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সুতরাং এখনই সচেতন হতে হবে যাতে প্রকৃতির উপর কোন প্রকার প্রভাব না পড়ে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার ওসি (তদন্ত) মোঃ শাহ জাহান, ১নং অলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।
পরে একই অনুষ্ঠানে জাতীয় জন্মনিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।