শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লং মার্চের বহরে সরকার দলীয়দের হামলা-আক্রমনে ধর্ষক ও নারী নিপীড়করা আরও উৎসাহিত হবে
লং মার্চের বহরে সরকার দলীয়দের হামলা-আক্রমনে ধর্ষক ও নারী নিপীড়করা আরও উৎসাহিত হবে
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে নোয়াখালী অভিমুখী ধর্ষণ বিরোধী ছাত্র-তরুণ নারীদের লং মার্চের বহরে ছাত্রলীগ-যুবলীগসহ সরকার দলীয়দের বেপরোয়া হামলা, আক্রমন ও অনেককে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন ধর্ষণ বিরোধী কাফেলায় এই নগ্ন হামলা আক্রমনের ঘটনায় ধিক্কার জানানোর ভাষাও খুঁজে পাওয়া কঠিন। তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন পুলিশ প্রশাসনের পরোক্ষ ছত্রছায়ায় এই হামলা আক্রমনের ঘটনা সংঘটিত হয়েছে। এই হামলা আক্রমনের ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে সরকারদলীয় এই সন্ত্রাসীরাই ধর্ষকদের পাহারাদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। নেতৃবৃন্দ বলেন, লং মার্চের হামলা আক্রমনের ঘটনায় ধর্ষক ও নারী নিপীড়করা আরো উৎসাহিত হবে। সরকার, সরকারি দল ও প্রশাসন এই হামলা আক্রমনের দায়দায়িত্ব কোনভাবে এড়িয়ে যেতে পারে না।
নেতৃবৃন্দ এই হামলার দায়ী চিহ্নিত সরকারদলীয় সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে তারা ধর্ষক নিপীড়ক ও তাদের পাহারাদারদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।