মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ঝুমের মাধ্যমে নেওয়া পরীক্ষার খাতা জমা দিলেন শিক্ষার্থীরা
বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ঝুমের মাধ্যমে নেওয়া পরীক্ষার খাতা জমা দিলেন শিক্ষার্থীরা
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান :: প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে গত মার্চ মাস থেকে ঘরবন্দী শিক্ষার্থীদের অনলাইন ঝুম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠদান এবং পরীক্ষা নেওয়ার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় স্কুলের বিভিন্ন শ্রেণী ও কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা তাদের ঝুমের মাধ্যমে নেওয়া পরীক্ষার খাতা ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের কর্তৃপক্ষের কাছে জমা দেন।
এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম এর উপস্থিতিতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা জমা নেওয়া হয়।
এসময় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, করো ভাইরাসের প্রভাবের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তবে ঝুমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলায় দুর্গম এলাকার অনেক শিক্ষার্থীদের এন্ড্রয়েড মোবাইলে প্রচুর পরিমাণে এমবি খরচ হচ্ছে। তাই আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কম খরচে প্রশ্নপত্র ও স্কুলের যাবতীয় কাগজপত্র শিক্ষার্থীদের হাতে পাঠানো হয়।
তিনি বলেন, করোনা কাটিয়ে গেলে সরকার যদি পুনরায় আগের মত স্কুল-কলেজ খুলে দেন আগের মত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করার কথাও জানান অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম।