মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা
মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ার হোসেন (৩২) নামে এক ব্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর বিকেলে উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তামান্না মাহমুদ বলেন, উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন ও ড্রামট্রাকে বালু বোঝাই অবস্থায় পেয়ে উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের ৪ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।