বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালায় ইয়াবাসহ আটক নারীকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড
দীঘিনালায় ইয়াবাসহ আটক নারীকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক নারীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত নারী মোছাঃ তাহেরা বেগম ওরফে তারা (৪৫) উপজেলার জামতলী বাজার এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে ওই নারীর নিজ বাড়িতে পুলিশ সাথে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
ওই নারী এবং তার পরিবারের বিরুদ্ধে আগে থেকেই ইয়াবা ব্যাবসার অভিযোগ ছিল।
ঘটনার সময় তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ড প্রদান এবং ৮হাজার টাকা অর্থ দন্ড করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ উল্লাহ।