সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » এমপি হাজী সেলিমের ছেলের বাসায় অভিযানে যা পাওয়া গেল
এমপি হাজী সেলিমের ছেলের বাসায় অভিযানে যা পাওয়া গেল
স্টাফ রিপোর্টার :: রাজধানীর পুরান ঢাকার চকবাজার দেবিদাস ঘাট লেনে অবস্থিত এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিমের বাসভবন থেকে ১টি পিস্তল,১টি শর্টগান,হ্যান্ডকাপ,৩৮টি বে-আইনী ওয়াকিটকি সেট, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আজ সোমবার ১২ টা থেকে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয় এরফানকেও। এক প্রেস ব্রিফিং থেকে এসব তথ্য জানা যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ আজ দুপুরে গণমাধ্যমে জানান, সোয়ারি ঘাট এলাকায় সাংসদ হাজী সেলিমের একটি বাড়ি আছে, সেটা ঘেরাও করে র্যাব সদস্যরা অভিযান চালাচ্ছে।
পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘আমাদের টিমের সদস্যরা এমপি হাজী সেলিমের ছেলেকে হেফাজতে নিয়েছে।’
অভিযান থেকে যা পাওয়া গেল, এরফানের বাসায় চালানো অভিযানে একটি কন্ট্রোল রুমের সন্ধান পেয়েছে র্যাব-১০। এই কক্ষ থেকে তিনি তার নিজের কার্যক্রম পরিচালনা করতেন। এই কক্ষ থেকে ৩৫ টি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, দূরবীন, একটি পিস্তল ও শর্টগান উদ্ধার করেছে সংস্থাটি।